শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭১

এটা নতজানু সরকার, এটা সেবাদাস সরকার : মওদুদ

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। ছবি : এনটিভি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না সরকার।’ তিনি বলেন, ‘এটা নতজানু সরকার, এটা সেবাদাস সরকার।’  

আজ শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহি করতে হয় না।’ তিনি বলেন, ‘এ সরকারের বিন্দুমাত্র সাহস নাই। এত নতজানু সরকার এটা, সেবাদাস সরকার। এ সরকার শুধু দিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য কিছু আনতে পারে নাই; ক্ষমতায় থাকার জন্য।’

তিনি বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে কাউকে জবাবদিহি করতে হয় না, দাগী অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাও বক্তব্য দেন।

এই বিভাগের আরো খবর