বুধবার   ২১ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

আ. লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় নড়াইলের সর্বত্র বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন- মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি হিসেবে নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে।

এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও আপাতত ক্রিকেটের স্বার্থে রাজনীতিতে আসছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এই বিভাগের আরো খবর