রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

পটুয়াখালীতে বজ্রপাতে একটি গরুসহ কৃষকের মৃত্যু

মোঃ জামাল আকন, পটুয়াখালী

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

পটুয়াখালীর দশমিনায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোঃ আবদুর রব হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা যায়।মঙ্গলবার (২৩ মে) বিকেল আনুমানিক ৬টায় উপজেলা সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাওলাদার ওই গ্রামের আবদুল আলী হাওলাদারের ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান কৃষক আবদুর রব হাওলাদার। এ সময় তার গরুটিও মারা যায়।০৯ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের ইউপি সদস্য অলিউল আহমেদ বলেন, আমি ও আবদুর রব হওলাদার একই বাড়ির লোক। বিকেল ৬ টায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও সাথে বজ্রপাত শুরু হলে তিনি তাহার গরু আনতে মাঠে যায় সেখানে বজ্রপাতে তিনি ও তার গরু মারা যায়। এলাকার লোক জন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আমরা বাড়ির লোক জন মৃত্য অবস্থায় পরে থাকতে দেখে বাড়ি নিয়ে আসে।দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন বিষয়টি শুনেছি। ঘটনা স্থলে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসএই) মোঃ মেহেদী হাসান ও আবিদ গোলজারকে পাঠিয়েছি। এ ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ কৃষক আবদুর রবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তার পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর