শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৯

ত্বকের যত্নে আলুর মাস্ক

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

বয়স নিয়ে ভাবনা? আর না, আর না!!! চোখের নিচে, ঠোঁটের পাশের রিংকেল বা বলিরেখা আপনার বয়সকে বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন। তবে শুধু বয়স বাড়লেই ত্বকে রিংকেল দেখা দেয় এই ধারণা ভুল। অধিক চিন্তা, পরিশ্রম, রাত জাগার কারণেও হতে পারে। তাই প্রয়োজন শরীরের প্রতি যত্ন ও ত্বকের সঠিক চর্চা।


রিংকেল থেকে বাঁচতে আপনার সবচেয়ে কার্যকরী ব্যবস্থা হলো মাস্ক। বাজারে অয়েল কন্ট্রোল থেকে শুরু করে রিংকেল দূরসহ নানা জাতের মাস্ক পাওয়া যায়। তবে ওই সকল মাস্ক হতে পারে ভেজাল উত্তীর্ণ ও নকল। তাই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আপনার ত্বক অনুযায়ী মাস্ক।মাস্ক তৈরিতে সহকারী উপাদান হিসেবে কাজ করবে আলু। ঘরের ১২ মাসি সবজির একটি হলো আলু। যা প্রায় সবসময় ই ঘরে মজুত থাকে। ত্বকের সৌন্দর্য বর্ধনে আলুর জুড়ি মেলা ভার। ঘরে বসে সহজেই আলু দিয়ে রূপচর্চার মাধ্যমে মুক্তি পেতে পারেন রিংকেল ও ত্বকের তৈলাক্ত ভাব থেকে। দেখি নিন আলুর ব্যবহারঃ

আলুর ক্লিঞ্জার:

একটি  শশা ওএকটি আলু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরসাথে  মিশান এক চা চামচ বেকিং সোডা ও এক চামচ পানি। একটা  বোতল এ ভরে ফ্রিজে রাখুন। প্রতিবার ব্যবহারের আগে ঝাকিয়ে নিন। ব্যস তৈরী হোমমেইড সুদিং ক্লিঞ্জার।

অয়েলি স্কিন মাস্ক হিসেবে: আলু ছিলে ভালো মত ছেচে পেস্ট বানিয়ে নিতে হবে। এর সাথে মিশাতে হবে এক চা চামচ গোলাপ জল অথবা এক চা চামচ চাল ফুটানো পানি ও এক চা চামচ লেবুর রস। এবার মুখে মেখে কমপক্ষে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

ড্রাই স্কিন মাস্ক হিসেবে: অয়েলি স্কিনের মাস্ক এর মতই বানাতে হবে শুধু লেবুর রস এর জায়গায় মধু দিতে হবে।

অ্যান্টিএজিং মাস্ক হিসেবে: আলু ভালোমত পেস্ট বানিয়ে এর সাথে এক চা চামচ টক দই মিশিয়    মুখে লাগিয়ে রাখুন আধা  ঘণ্টা। ভালোমত মুখ ধুয়ে ফেলুন। দেখুন স্কিনের কোমলতা।

ত্বকের উজ্জলতা বাড়ানোর জন্যে মাস্ক: একটা টিস্যু, ওয়াশক্লথ অথবা পেপার টাওয়েল নিয়ে ফ্রেশ আলুর রসে ভিজিয়ে মুখে দিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত করে দেখুন ফ্লোলেস ত্বক কাকে বলে।

সানর্বান দূর করতে: আলু কেটে নিয়ে সরাসরি সানর্বানের ওপর লাগাতে পারেন অথবা এর রসও লাগাতে পারেন। পোড়া ভাব একদম চলে যাবে।

পোকামাকরের কামড়, ইচিং ও র‍্যাশ এর চিকিৎসায়: আলু কেটে নিয়ে আক্রান্ত জায়গায় চেপে ধরুন।দিনের মধ্যে কয়েকবার, তাড়াতাড়ি সেরে উঠবে।

এই বিভাগের আরো খবর