রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৯

তালেবানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করলেন মালালা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১  

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর দেশটি দ্রুত দখলে অগ্রসর হয় তালেবানরা। আজ রোববার (১৫ আগস্ট) আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই।

মালালা নিজের টুইটারে আফগানিস্তানের নারী, সংখ্যালঘু ও অন্যান্য মানবাধিকার কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন।

আফগানিস্তান সরকারের পতনে ইতোমধ্যে কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

তালেবানদের কাছে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সংবাদের পর মালালা ইউসুফজাই টুইট বার্তায় লেখেন, তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ায় আমরা পুরোপুরি ধাক্কা খেয়েছি। আমি আফগানিস্তানের নারী, সংখ্যালঘু এবং মানবাধিকারের সমর্থকদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

টুইট বার্তায় মালালা আরও লিখেছেন, বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় শক্তিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি জরুরি মানবিক সহায়তা প্রদান এবং শরণার্থী ও বেসামরিকদের রক্ষা করতে হবে।

এই বিভাগের আরো খবর