রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৯৬

টংগীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান আটক ১১

গাজিপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১  

সম্প্রতি গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকায় মাদক, সন্ত্রাস নির্মূলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগ, অপরাধ উত্তর বিভাগ ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেন। ২৫ তারিখ বুধবার সকালে উক্ত  মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।  উক্ত অভিযানে ৭৫০ (সাতশত) গ্রাম গাঁজা, ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩(তিন) টি সুইচ গিয়ার ও ০২(দুই) টি চাপাতি উদ্ধারসহ ০৮(আট) জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার আসামীসহ ১১ (এগার) জনকে গ্রেফতার করা হয়। 
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানে উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ মহোদয়ের নেতৃত্বে ১৫০ (একশত পঞ্চাশ) জন অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
 

এই বিভাগের আরো খবর