রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৯

ঝিনাইদহে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সাদ্দাম আহত হাসপাতালে ভর্তি

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ‘চ্যানেল ২৪’ এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর হামলা করেছে একদল চিহ্নিত সন্ত্রাসী। হামলার পর তার বাড়ি ঘরেও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন তার পেশাগত দায়িত্ব পালন শেষে ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে পৌছলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিপ্লব মোল্লা ও তার চাচা ফিরোজ মোল্লাসহ অন্যান্যরা তার উপর সংঘবদ্ধ হামলা চালায়। পরে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে।

 

হামলার শিকার সাদ্দাম হোসেন জানান, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিভিন্ন বিরূপ মন্তব্য করে গাড়াগঞ্জ এলাকার বিপ্লব নামের এক বখাটে। পরে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লবকে সনাক্ত করে ধরে নিয়ে আসে। পরে এ ঘটনায় ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে নেয় অভিযুক্ত বিপ্লব। এদিকে তার নামে থানায় জিডি করা ও পুলিশের হাতে আটক হওয়ার জেরে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানান সাদ্দাম।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার সাথে কথা হলে তিনি জানান, মারামারির বিষয়টি আমি শুনেছি। বাড়ি ঘরে হামলার চালানো হয়েছে এটা আমি জানিনা।

এ বিষয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১,তারিখ-২২/০৯/২০২৩।

এদিকে সাদ্দামের উপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এস এম রবি, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন মুক্তি,  ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলা সহ সারাদেশে সাংবাদিক হত্যা,নির্যাতন,হামলা,মামলার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসী বিপ্লবসহ সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝিনাইদহে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষথেকে মানব বন্ধন,প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর