শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩  

রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন যথাক্রমে শ্রেষ্ঠ জেলা পরিষদ এবং শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বুধবার( ২০সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর (অতিরিক্ত সচিব) আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন -এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ এনামুল হক এবং উপ-পরিচালক শাহানা আখতার জাহান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ৮টি জেলার উপ-পরিচালক, স্থানীয় সরকার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ বিভাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০২২-২০২৩ অর্থ বছরে রাজশাহী বিভাগের জেলা পরিষদ সমূহের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এঁর নেতৃত্বে এবং সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণের ঐকান্তিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা পরিষদ এবং শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এ প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন বলেন, জেলা পরিষদ এখন জনগণের পরিষদ, আমরা জনগণকে সাথে নিয়ে জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। প্রধান নিবার্হী কর্মকর্তা আফাজ উদ্দিন বলেন, এই সম্মান পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি বিভাগীয় কমিশনার স্যার এবং পরিচালক স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এই বিভাগের আরো খবর