রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৮

জিল্লুর রহমানের "শেষ অধ্যায়" বইটি উপহার পেলেন এমপি ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি নবাগত নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানের লেখা 'শেষ অধ্যায়' বইটি উপহার হিসেবে পেলেন চাঁপাই নবাবগঞ্জ সদর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। 

সকালে নবাবগঞ্জ সিটি কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বইটি প্রধান অতিথির হাতে তুলে দেন বিশেষ অতিথি জিল্লুর রহমান। 

উক্ত অনুষ্ঠানে নবাবগঞ্জ সিটি কলেজে গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)'র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, নবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোহা: তরিকুল আলম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)'র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান জেলা সদর এর নবাবগঞ্জ সিটি কলেজ পরিদর্শন করেন। উক্ত কলেজ এর চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।

এই বিভাগের আরো খবর