শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৩

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রæতি পূরণে প্রজন্মের ভূমিকা’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও দেশের সম্পদ। তাদের অবহেলা না করে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের কাউকে যেন শেষ জীবনে এসে অসহায় জীবন কাটাতে না হয় সে ব্যাপারে সবাইকে যত্নশীল হতে হবে। প্রবীণরা সমাজে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এ বিষয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বর্তমান সরকার প্রবীণবান্ধব। প্রবীণদের নিরাপদ ও মর্যাদার জীবন নিশ্চিতে সরকার কাজ করছে। তাদের সুরক্ষায় ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লিয়াকত হাসান ও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর