শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

২০৫ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০১ অক্টোবর ২০২৩ ইং তারিখ ১৪:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা ১। মোছাঃ লুসিয়ারা বেগম (৪৫), পিতা-মৃত বেলাল উদ্দিন বিশ্বাস, সাং- সরজন মহিপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে ২০৫ গ্রাম হেরোইন, মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমন্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার বসত বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর বসত বাড়ীতে মাদক সংরক্ষণ করে রাখা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসত বাড়ীতে ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরীকৃত গর্তের ভিতর থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর