শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করতে হবে। তারা যাতে ন্যায় বিচার পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
ন্যায়কুঞ্জ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমি শপথ নেওয়ার পরপরই এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, সারাদেশে অনেক মানুষ প্রতিদিন বিচারের জন্য আদালতে আসেন। অথচ আদালত প্রাঙ্গনে তাদের বসার জায়গা নেই। আমার কথা খুবই গুরুত্ব দিয়ে শোনের প্রধানমন্ত্রী এবং তখনই এ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক চেষ্টায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ করতে সক্ষম হয়েছি। আর যায় হোক বিচারের জন্য আসা মানুষ একটু বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন।
প্রধান বিচারপতি আরও বলেন, ন্যায়কুঞ্জ জনগনের সম্পদ। এটি সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ ন্যায়কুঞ্জ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী মো. নাজমুল আজমসহ অন্যান্য বিচারকবৃন্দ।
প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদ জানান, সারাদেশে একই মডেলে নির্মিত হচ্ছে এই ন্যায়কুঞ্জ। এটির আয়তন হবে এক হাজার বর্গফুট। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের জন্য অর্ধশতাধিক আসন রয়েছে। বিশুদ্ধ খাবার পানি এবং মায়েদের জন্য দুগ্ধপান কর্নার ও শৌচাগারের ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ বিচারকি জীবনের বিচারকার্য শেষে বৃহস্পতিবার অবসরে গেলেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এই বিভাগের আরো খবর