শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪২

চাঁপাইনবাবগঞ্জে ৪ দিন ব্যাপি আম চাষ বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে ৪ দিন ব্যাপি অতিঘন পদ্ধতিতে আম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইসকন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ পৌরসভার ডিজিটাল কনফারেন্স রুমে আম চাষী, নার্সারি মালিক ও উপসহকারী কৃষি  কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।  ২৭সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রপ্তানিযোগ্য আম উৎপাদন, সেচ প্রদান, সার প্রয়োগ, আম গাছের পরিচর্যা, আমের বিকল্প পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মোঃ শরফ উদ্দিন, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী নাহিদ সুলতানা বর্ষা, ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামিম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিবসহ অনেকেই।

এই বিভাগের আরো খবর