শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

কোমলময়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ

রুখসানা ইয়াসমিন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

কোমলময়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর। 

কোমলময়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর। 

চাঁপাইনবাবগঞ্জ এর সুশিক্ষার বাতিঘর নামে খ্যাত কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ  এর প্রাঙ্গনে গত ০২অক্টোবর,২০২৩ খ্রি. কোমলময়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 'নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ' প্রকল্পের অধীনে চালুকৃত 'ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বাস' টি আসে।

 নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতা আন্দোলনে নিঃস্বার্থ অবদান  এবং মুক্তিসংগ্রামের সঠিক তথ্য জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 'ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর'-এর এই উদ্যোগ গ্রহণ করে। এই বাসে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় তথ্য রয়েছে। এছাড়া প্রাচীন বাংলার ইতিহাস,  উপমহাদেশের বিভিন্ন শাসকের শাসনব্যবস্থা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ১৯৬৬সালে 'ছয় দফা' দাবির ভিত্তিতে তাঁকে যে অত্যাচার-নিপীড়ন করা হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বিভিন্ন হয়রানমূলক মামলা দায়ের করা হয় তার নানাবিধ প্রমানাদিসহ ৭ই মার্চ  এর ভাষণের তথ্যাদি সেখানে রয়েছে। তাছাড়া শহীদ  মুক্তিযোদ্ধাদের  চিঠি, ব্যবহৃত ক্যামেরা, রাইফেলের বাট, বই, ম্যাগাজিন, ট্রফি, বেল্ট, রাজাকারদের বাঁধার দড়ি, রেজার, চিরুনি,  ব্রাশসহ বিভিন্ন ডকুমেন্টস সেখানে রয়েছে। ভ্রাম্যমাণ জাদুঘরে সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকার এর ধারাসমূহও বর্ণিত রয়েছে। 

এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জনাব রোকসানা আহমদ এর নির্দেশে শ্রেণি শিক্ষকদের তত্ত্বাবধায়নে সুশৃঙ্খলভাবে আসে এবং এসব ডকুমেন্টরী যত্নসহকারে পর্যবেক্ষণ করে। উক্ত সময়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস  এবং এই স্বাধীন বাংলাদেশ অর্জনের পেছনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাৎপর্যপূর্ণ অবদান তুলে ধরেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের  সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং বঙ্গবন্ধু'র সুখী সমৃদ্ধ 'সোনার বাংলা' গঠনের স্বপ্নের বীজ নতুন প্রজন্মের মাঝে বপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর 'স্মার্ট বাংলাদেশ' গঠনে উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে এসডিজি'র লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার পরামর্শ দান করেন।

এই বিভাগের আরো খবর