শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

কাজী জাফরের নেতৃত্বে গণজোয়ারে ভাসছে শেখ হাসিনার নৌকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

সারাদেশে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের দোকান থেকে শপিং মল সব জায়গায় লেগেছে নির্বাচনী হাওয়া। সেই নির্বাচনী হাওয়ায় গণজোয়ার ভাসছে ফরিদপুর-৪। 
১০ ও ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিক্সন চৌধুরীর কারণে ভাসতে পারেনি নৌকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা ঘোষণা আগেই কাজী জাফরের নেতৃত্বে ফরিদপুর-৪ ভাসতে শুরু করেছেন নৌকা। নেতা কর্মীদের মধ্যে নেই কোন ভেদাভেদ নেই কোন দ্বন্দ্ব। দিন মজুর থেকে গৃহিণী সবার মাঝে কাজী জাফরের জয়ধ্বনি।
গতকালকে মাঠ ঘুরে দেখা গেছে কাজী জাফরের গণজোয়ার। সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন এই তিন উপজেলার সাধারণ জনগনের মাঝে স্বস্তির নিঃশ্বাস।
গত দুই নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেওয়ায় নিক্সন চৌধুরী দুইবার নির্বাচিত হয়। এবার নির্বাচনে কিছুটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে নিক্সন চৌধুরী। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ কে নিয়ে বিদ্রূপ মন্তব্য করায় কিছুটা জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করছে সাধারণ জনগণ। নিক্সন চৌধুরীর দুইবার নির্বাচিত হলেও এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ায় ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে তার থেকে।
এই নির্বাচনে নিক্সন চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হলেও তার সাথে আর নেই এলাকার জনগণ বলে মন্তব্য করছেন এলাকার সাধারণ মানুষ। সোমবার কাজী জাফর সাথে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন। সকাল থেকেই ক্ষেতমজুর থেকে গৃহিণী, ব্যবসায়ী থেকে রিকশাওয়াল সবাই এক পলক কাজী জাফরকে দেখার জন্য তার কথা শোনার জন্য ছুটছে কাজী জাফরের পিছু। ফরিদপুর-৪ আসন থেকে শেখ হাসিনাকে নৌকা উপহার দেয়ার জন্য সাধারণ ভোটাররা প্রতিজ্ঞাবদ্ধ।

সাধারণ জনগণের আশা শেখ হাসিনাকে নৌকায় উপহার দিলে শেখ হাসিনা ফরিদপুর-৪ এ পূর্ণাঙ্গ মন্ত্রী উপহার দেবে এই আশায় জোট বেঁধেছে সাধারণ জনগণ। নিক্সন চৌধুরীর পারিবারিক লোকজন ছাড়া সবাই এবার যোগ দিয়েছে কাজী জাফরের নেতৃত্বে শেখ হাসিনার নৌকায়।

এই বিভাগের আরো খবর