শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৪

৮০০ কোটি মানুষের ১ লাখ বছরের অক্সিজেন আছে চাঁদে!

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

মানুষের বেঁচে থাকার জন্য প্রথমত প্রয়োজন অক্সিজেন। এই অক্সিজেনই যদি চাঁদে উৎপাদন

করা যায়, তাহলে কেমন হয়?

বিজ্ঞানীরা বলছেন, মানুষের বেঁচে থাকার জন্য জরুরি অক্সিজেন আছে চন্দ্রপৃষ্ঠের ওপরের স্তরেই। তবে তা মানুষের গ্রহণ করার মত অবস্থায় নেই।

মূলত চন্দ্রপৃষ্ঠের ওপরে শিলাচূর্ণের আবরণে রয়েছে অক্সিজেন। এই শিলাচূর্ণকে বলা হয়

রেগোলিথ। রেগোলিথের নাকি ৪১ থেকে ৪৫ শতাংশই অক্সিজেন।

এই রেগোলিথ থেকে অক্সিজেন কে বায়বীয় রূপে আহরণ করাই মূল বিষয়।

রেগোলিথ থেকে অক্সিজেন আহরণ করতে চাইলে ইলেক্ট্রোলাইসিস নামের প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

একই পদ্ধতিতে পৃথিবীতেও খনিজ আকরিক থেকে ধাতব পদার্থ আহরণ করা হয়। এ সময়

উপজাত হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন।

তবে চাঁদে উপজাত হিসাবে অক্সিজেন পাওয়া নয়, অক্সিজেন আহরণকেই মূল লক্ষ্য করতে

হবে। সে ক্ষেত্রে সেখানে হয়তো উপজাত হিসাবেই ধাতব পদার্থ পাওয়া যাবে।

চন্দ্রপৃষ্ঠের নিচের শক্ত পাথুরে স্তরগুলোর অক্সিজেন না হয় বাদই দেওয়া যাক। শুধু রেগোলিথ থেকেও যদি অক্সিজেন আহরণ করা যায় তাহলেও তা অনেক।

চন্দ্রপৃষ্ঠে রেগোলিথের গড় গভীরতা যদি ১০ মিটার হয়, আর তা থেকে যদি অক্সিজেন আহরণ করা যায় তাতেও ৮০০ কোটি মানুষ ১ লাখ বছর অক্সিজেন পাবে অনায়াসে।

এই বিভাগের আরো খবর