শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

৩.৩ মাত্রার ভূমিকম্পে বিভ্রান্তি: শেষ পর্যন্ত নরসিংদীর পলাশই উৎস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫  

আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে শুরুতে ভুল তথ্য দেয় আবহাওয়া অধিদপ্তর। দুপুরে তারা জানান, ভূমিকম্পটি সাভারের আশুলিয়ার বাইপাইলে হয়েছে। তবে পরে বিকেল চারটায় নতুন বিশ্লেষণে নিশ্চিত করে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ উপজেলা।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বিশ্লেষণে প্রযুক্তিগত সমস্যার কারণেই শুরুতে ভুল তথ্য দেওয়া হয়েছিল। উৎপত্তিস্থল ছাড়া ভূমিকম্পের সময় ও মাত্রা আগের মতোই রয়েছে-রিখটার স্কেলে ৩.৩ মাত্রা এবং সময় ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ড।

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, “আমাদের বিশ্লেষণে একটু সমস্যা হয়েছিল। পলাশেই ৩.৩ মাত্রার ভূমিকম্পটি হয়েছে।”

 

 এর আগের দিন বড় ভূমিকম্প, নিহত ১০

 

শুক্রবার সকালে সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। ঝাঁকুনিতে আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন; কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ে।

 

যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানায়, এই ভূমিকম্প ঢাকার অন্তত ১ কোটির বেশি মানুষ অনুভব করেছেন।

 

 দুই দিনে দুই ভূমিকম্প

 

গতকালের বড় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তার ঠিক পরের দিনই আবার নরসিংদীর পলাশে আরেকটি ভূমিকম্প অনুভূত হলো।

 

এই বিভাগের আরো খবর