বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

৩২তম বিসিএস ফোরামে সভাপতি শাহেদ শাহান সাধারণ সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহেদ শাহান। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়নয় শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ফোরামের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন।

 

গতকাল ৩১ই মার্চ রোজ শুক্রবার নব নির্বাচিত ফোরামের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নুশরাত হাছনীন, নির্বাচন কমিশনার আহমেদ জাফর সাদিক ও রূপম চন্দ্র বণিক। নির্বাচিতরা ২০২৩ থেকে ২০২৫ সাল মেয়াদে দায়িত্ব পালন করবেন।

 

২৩ সদস্য বিশিষ্ট ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন মজুমদার, জ্যোতিলাক্ষ চাকমা, শ্রাবণী ধর (সভাপতি, ঢাকা মহানগর), এম এম শামীম হোসাইন (সভাপতি, ঢাকা অঞ্চল), এমারশন চাকমা (সভাপতি, চট্টগ্রাম), মো. রেজাউল করিম (সভাপতি, রাজশাহী), মো. সাজ্জাদ হোসেন খান (সভাপতি, খুলনা), মো. সৌরভ খান (সভাপতি, সিলেট), এ এইচ এম মিজানুর রহমান (সভাপতি, বরিশাল), জেসমিন আক্তার (সভাপতি, রংপুর), মো. রাশেদুল ইসলাম (সভাপতি, ময়মনসিংহ) এবং জোহরা ফারজানা (সভাপতি, কুমিল্লা- নোয়াখালী)।

 

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসমা বেগম, ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাফিল পাটোয়ারী, প্রচার সম্পাদক পদে মো. দোস্ত মাহমুদ সরকার, দপ্তর সম্পাদক মো. অলিউল ইসলাম, সমবায় ও কল্যাণ সম্পাদক এ কে এম ফজলুল হক, অর্থ সম্পাদক ড. মো. ময়েজ মাহমুদ, আইন সম্পাদক কাজী আপন তিবরানী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার আসমা।

এই বিভাগের আরো খবর