শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫২

সদ্য ভর্তি হওয়া জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাহির আমির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া স্নাতক (সম্মান) ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী।  হাতিরঝিল থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেহেবুল্লাহর বাড়ি পটুয়াখালীতে।

বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন। মেহেবুল্লাহ এক সপ্তাহ আগে ঢাকায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য। তিনি হাতিরঝিল মহানগর প্রজেক্টের এক চাচাতো ভাইয়ের বাসায় ওঠেন। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল তাঁর লাশ। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।

গতকাল (মঙ্গলবার) রাতে মেহেবুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সাংবাদিকদের বলেন, মেহেবুল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তাঁর চাচাতো ভাই বলেন, সেই এইচএসসি পরীক্ষার আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু তাঁর কারণ জানা যায়নি। তবে, তাকে সবসময় হতাশাগ্রস্ত ও চুপচাপ দেখা যেত। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি শুনেছি হাতিরঝিল থানা থেকে। ওই শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে কোন বিভাগে সেটা জানা যায় নি এখনো কিন্তু ঘটনাটি খুবই মর্মান্তিক আমাদের জন্য। 
 

এই বিভাগের আরো খবর