সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

শেষ মুহূর্তে নতুন ব্যালট

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫  

নির্বাচনের ভোটের আগের রাতে নতুন করে ব্যালট পেপার ছাপাতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ৩০ সেপ্টেম্বর বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করায় বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করা হয়েছিল।

মোহামেডান ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে আজ বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

এদের মধ্যে ভাইকিংস ক্লাবের কাউন্সিলর ইফতেখার মিঠু নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় তাঁর প্রার্থিতাও বৈধ হয়েছে। ফলে ব্যালট পেপারে প্রার্থীর সংখ্যা ১৭-তে উন্নীত হয়েছে। বিসিবির নির্বাচন কমিশন আগে ১৬ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। ব্যালট পেপারে পরিবর্তন আসায় রোববার দুপুরের আগে ক্লাব ক্যাটেগরিতে যেসব কাউন্সিলর ই-ভোট দিয়েছিলেন, সেগুলো বাতিল করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। ফলে ই-ভোটের জন্য আবেদনকারীদের নতুন করে ভোট দিতে হবে। 

ঢাকার সোনারগাঁও হোটেলে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্লাব ক্যাটেগরিতে ভোটকেন্দ্রে এসে সশরীরে ভোট দেওয়ার সুযোগ থাকলেও কাউন্সিলরদের একটা বড় অংশ ইমেইলে ভোট দেবে। ঢাকার ক্লাব কাউন্সিলরদের কেন ই-ভোটে আগ্রহ– জানতে চাওয়া হলে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর ও নির্বাচনে প্রার্থী মেজর (অব.) ইমরোজ আহমেদ ব্যক্তিগত কারণ দেখান। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কাজ থাকায় ই-ভোটের জন্য আবেদন করেছিলাম এবং ভোট প্রদানও করেছিলাম। ব্যালট পেপারে নতুন প্রার্থী যোগ হওয়ায় আগেরগুলো বাতিল হয়ে গেছে। সবাইকে আবার ভোট দিতে হবে। তবে ঢাকায় থাকার পরও অন্যদের ই-ভোট দেওয়ার উদ্দেশ্য হলো, নির্দিষ্ট একটি প্যানেলকে ভোট দেবেন তারা। ঢাকার শেরাটন হোটেলে শুক্রবার রাতে যেমন দিয়েছিল এবং ব্যালট পেপার স্ক্যান করে রেখে দিয়েছিল। আমার ব্যালট পেপারও সেখানে ছিল।’ 

গাজী গ্রুপের মালিকানাধীন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ও প্রার্থী আদনান রহমান দীপনও ই-ভোটের জন্য আবেদন করেছেন। আজ ই-ভোট দেবেন বলে জানান তিনি। কারণ হিসেবে বলেন, ‘আমার ঢাকার বাইরে একটা কাজ থাকায় ই-ভোট দেওয়ার আবেদন করেছি।’ 

বিসিবির গঠনতন্ত্রে ই-ভোট ও সরাসরি ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। এই সংখ্যা নির্দিষ্ট না থাকায় চাইলে ১৯২ জনও ইমেইলে ভোট দিতে পারবেন বলে জানায় নির্বাচন কমিশন। তিনটি ক্যাটেগরিতে ১৯২ কাউন্সিলরের মধ্যে ৬৩ জন ই-ভোট দেওয়ার আবেদন করেছেন। এদিকে, বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঢাকার ক্লাব ক্রিকেটার্স সংগঠক অ্যাসোসিয়েশনের একাংশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মরকলিপি প্রদান করেছে গতকাল।

এই বিভাগের আরো খবর