মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা

নাজমুল হুদা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। গতকাল সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই জোড়া হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরই নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে কথিত খণ্ডকালীন গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করা হয়েছে।

 

 

পেশায় শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম মামলায় ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি জানান, আসামি আয়েশা চার দিন আগে তাঁদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। গতকাল সকাল ৭টার দিকে আজিজুল সাহেব কর্মস্থল উত্তরা চলে যান। কর্মস্থলে থাকাকালে তিনি একাধিকবার স্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

 

বেলা ১১টার দিকে তিনি বাসায় ফিরে এসে দেখেন এক ভয়াবহ দৃশ্য—তাঁর স্ত্রী লায়লা আফরোজের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা এবং তিনি রক্তাক্ত-জখম অবস্থায় মৃত পড়ে আছেন। অন্যদিকে, তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ গলার নিচে ডান পাশে কাটা নিয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে।

 

আজিজুল ইসলাম দ্রুত পরিচ্ছন্নতাকর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিসাকে মৃত ঘোষণা করেন।

 

 

মামলায় বাদী আরও উল্লেখ করেছেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়,

 

  • আসামি মোছা. আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটের সময় কাজ করার জন্য বাসায় প্রবেশ করেন।

  • সকাল ৯টা ৩৫ মিনিটের সময় আসামি তাঁর (বাদী) মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান।

  • পালিয়ে যাওয়ার সময় গৃহকর্মী একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান।

 

সিসিটিভি ফুটেজ ও ঘটনার সামগ্রিক বিশ্লেষণে বাদী নিশ্চিত যে, অজ্ঞাত কোনো কারণে গৃহকর্মী আয়েশা ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে গুরুতর জখম করে হত্যা করেছেন।

 

  •  
  • মামলা: নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় কথিত গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) আসামি করা হয়েছে।

  • তদন্ত: ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

আজ মঙ্গলবার দুপুর পর্যন্তও মা-মেয়ে হত্যার মূল অভিযুক্ত (গৃহকর্মী) মোছা. আয়েশাকে শনাক্ত করা সম্ভব হয়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, পুলিশ গৃহকর্মীর পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য নিবিড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

রাজধানীর একটি সুরক্ষিত এলাকার বাসায় দিনে-দুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা এবং গৃহকর্মীর এই ধরনের নৃশংসতায় জনমনে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পারিবারিক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে, বিশেষ করে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে যথাযথ পরিচয় ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর