রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮

মোবাইল গেম খেলে সত্যিকারের স্বর্ণজয়!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

অনলাইনে মোবাইল গেম খেলে সত্যিকারের স্বর্ণ জেতার বিষয়টি অনেকে ভাবতেও পারবেন না। কিন্তু এমনটাই ঘটছে বাস্তবে। প্ল্যানেট গোল্ড রাশ নামে একটি মোবাইল গেম এই সুযোগ দিয়েছে।

গেমটিতে জিতলেই পুরস্কার হিসেবে পাওয়া যাচ্ছে স্বর্ণ। আইটিউনস অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে ওরেগন-বেস গেমটি। আমেরিকায় জনপ্রিয় গেম এটি। এ গেম খেললেই একটা নির্দিষ্ট সময়ের জন্য সত্যিকারের স্বর্ণ পাওয়া যাচ্ছে।

তবে বিশ্বের সব দেশ থেকে এই খেলাটিতে পুরস্কার পাওয়া যায় না। বাংলাদেশ তো নয়ই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের একাধিক দেশসহ মোট ২৪টি দেশ থেকে গেম খেলে স্বর্ণজয় করা যাচ্ছে।

প্রতি দিন গেমাররা এ টুর্নামেন্টে খেলে জিতলে পাবেন এক আউন্স স্বর্ণের আট ভাগের এক ভাগ, যা প্রায় ৪ গ্রামের সমান। প্রতি সপ্তাহে সর্বাধিক দু’আউন্স করে স্বর্ণ জিততে পারবেন প্রতিযোগীরা।

এই বিভাগের আরো খবর