সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৩

মেরীকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃনমুল আ’লীগ

ওমর ফারুকঃ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চায় কুমিল্লা (উঃ) জেলার তৃনমুল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন অন্তিম সময়ে এসে ব্যার্থতায় ভরা কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের কমিটি সেখানে সফলতার জন্য এমপি সেলিমা আহমাদের ও অবদান কম নয়। তার প্রচেষ্টার ফলে ঘুরে দাড়িয়ে কুমিল্লা তৃনমুল রাজনীতি। পাশাপাশি হোমনা-তিতাস দুই উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কার্যকরী কমিটিগুলোতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দলের প্রসার তার অবস্থান অটল। কুমিল্লা (উঃ) জেলার আ.লীগের সিনিয়র নেতারা জানান, তিতাস-হোমনা দুই উপজেলা এমপি সেলিমা আহমাদ মেরীর তার রাজনৈতিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। সেখানে ব্যার্থতার কোন ছাপ নেই। এবং পরিক্ষিত নেত্রী হিসাবে সেলিমা আহমাদ মেরীকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে জেলা আওয়ামীলীগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করি। সে কারনে এবারের সম্মেলনে তাকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে নেতাকর্মীরা চায়ের দোকানসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরব প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়া সাধারন জনগণের সাথে কথা বলে জানা যায়, অনেক দায়িত্বশীল নেতাও নিজের উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে এমপি সেলিমা আহমাদের চেয়ে এগিয়ে নয় বলে জানান। 

উল্লেখ্য – সেলিমা আহমাদ বাংলাদেশ আ.লীগের উপকমিটির সদস্য ও কুমিল্লা (উঃ) জেলা আ.লীগের সহ_সভাপতি। বর্তমান সেলিমা আহমাদ কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য এছাড়াও বাংলাদেশী ব্যবসায়ী। তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি বর্তমানে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য তিনি অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আওয়ামীলীগের কার্যক্রমকেও শক্তিশালী করতে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত কি এমপি সেলিমা আহমাদ মেরী হবে কুমিল্লা (উঃ)জেলা আওয়ামীলীগের নতুন অভিভাবক। 

জানা যায়, আগামী ৩০ নভেস্বরের মধ্যে কুমিল্লা (উঃ) জেলার সকল উপজেলার কাউন্সিল সস্পন্ন করে আগামী ১০ ডিসেস্বরের মধ্যে জেলা সম্মেলন সস্পন্ন করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর