শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৯

মহানবীর রওজা জিয়ারতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২ জুন ২০১৯  

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে বর্তমানে মদিনায় রয়েছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে মদিনায় পৌঁছান তিনি। এর আগে মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে সড়ক পথে জেদ্দায় যান প্রধানমন্ত্রী। রওজা জিয়ারত শেষে রাতেই মক্কা ফিরবেন শেখ হাসিনা।


অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গতকাল শুক্রবার জাপান থেকে সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার প্রয়োজনীয় কাজ শেষে সৌদি আরব থেকেই প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।

প্রসঙ্গত, টানা ১২ দিনের সরকারি সফরের অংশ হিসেবে গত ২৮ মে জাপান সফর করেন প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে তিনি সৌদি আরবে যান। সৌদি থেকে ফিনল্যান্ড যাওয়ার পর সেখান থেকে ৮ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরো খবর