শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬২

মনোহরগঞ্জে আ`লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার সোলাইমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন ভেন্ডার, আবুল বাশার, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। প্রিয় সংগঠনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ আমাদেরকে পুনরায় শপথ করতে হবে ‘সমাজে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো, আইনের শাসন কায়েম করবো, কোন মানুষের উপর জুলুম অত্যাচার করবো না’। এ শপথ বাস্তবায়ন করতে পারলেই ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, ‘লাকসাম মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার ও স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আমাকে বিশ্বাস করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন। আমি সব সময় প্রিয় নেতার নির্দেশ মান্য করে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের সকল কে মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামীলীগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষকে নির্যাতন থেকে মুক্তি করার লক্ষ্যে। তাই উপজেলার কোথাও কোন মানুষ অত্যাচারিত হলে আমি জাকির হোসেন তার পাশে সব সময় থাকবো। তিনি আরো বলেন বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামীলীগের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আগামী দিনে সংগঠনের সকল কর্মসূচীতে সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।   
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর