মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরনের সংবাদ যাচাই-বাছাই করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এমআইএসভুক্ত তথ্য অনুযায়ী ইতোমধ্যে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

এছাড়া, যেসব নাম ভুয়া প্রমাণিত হবে, সেগুলো তালিকা থেকে বাদ দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ

এই বিভাগের আরো খবর