রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৯

ব্যাপক অগ্ন্যুৎপাত থেকে জাপানে আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।


জাপানের দক্ষিণাঞ্চলের একটি ছোট জনবিরল দ্বীপে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটেছে। এর জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির আবহাওয়া সংস্থা একথা জানায়।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, নতুন একটি সতর্কতবার্তা জারি করার পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়।

সংস্থার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত বিভাগের কর্মকর্তা জুন ফুজিমাৎসু বলেন, ‘গত বছর থেকে সেখানে অগ্নুৎপাত হচ্ছে। কিন্তু আজ সকালে অগ্ন্যুৎপাতের সতর্কতবার্তা জারি করার কারণ হচ্ছে সেখানে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।’


তিনি আরো বলেন, ‘আমরা তিন মাত্রার সতর্কতবার্তা জারি রেখেছি। এর মানে ওই এলাকায় জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ।’

জুন বলেন, ‘আগ্নেয়গিরিটির কয়েকটি জ্বালামুখ রয়েছে।এর আশপাশের দুই কিলোমিটার এলাকা বিপজ্জনক। তবে সর্বশেষ এই অগ্নুৎপাত পুরো দ্বীপে ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি না।’-এএফপি।

এই বিভাগের আরো খবর