রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৩

বিশ্বের প্রথম অ্যানড্রয়েড স্যাটেলাইট ফোন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

এই প্রথম বাজারে এলো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্যাটেলাইট ফোন। থুয়ারা নামের একটি প্রতিষ্ঠান এই ফোন তৈরি করেছে। মডেল থুয়ারা এক্স ফাইভ টাচ।  

অ্যানড্রয়েড ফোনের মতোই এতে রয়েছে টাচ ডিসপ্লে। সঙ্গে রয়েছে একটি অ্যান্টেনা। যেটা দেখতে অনেকটা ওয়াকিটকির অ্যান্টেনার মতো।

ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চির আইপিএস টাচস্ক্রিন। এতে ১০৮০ পিক্সেলের রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে। 

২ জিবি র‌্যামের এই ফোনে ১৬ জিবি স্টোরেজ ব্যবহার করা হযেছে। স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। 

ছবির জন্য স্যাটেলাইট ফোনটিতের রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

ফোনটি চলকেব অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে। 

আইপি৬৭ সনদপ্রাপ্ত এই ফোনে ধুলাবালি প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে এটি পানিরোধীও। ফোনটির ওজন ২৬২ গ্রাম। 

কানেকটিভিটির জন্য ডিভাইসটিতে রয়েছে এনএফসি, জিপিএস, ওয়াইফাই কানেকটিভিটি। এতে গ্লোনাস আছে। ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করে। একটি সিমে ফোরজি কানেকটিভিটি পাওয়া যাবে।  

ফোনটির মূল্য ৯৯৯ পাউন্ড। ফোনটি চালাতে হলে স্যাটেলাইট কোম্পানির প্যাকেজ ব্যবহার করতে হবে। 

এই বিভাগের আরো খবর