রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

 

শনিবার রাতে এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “এই সংকটময় সময়ে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের দ্রুত পদক্ষেপ প্রমাণ করে তাঁরা জনগণের সেবায় কতটা নিবেদিতপ্রাণ।”

 

তিনি আরও বলেন, “সম্প্রতি দেশে অগ্নিকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই এই ঘটনার পেছনের কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। এসব দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।”

 

এছাড়া শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি বিএনপির নীতিগত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। শনিবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “শিক্ষকদের চাকরি জাতীয়করণ, এমপিওভুক্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের স্থিতিশীলতা ও মর্যাদা নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।”

 

অন্যদিকে, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের মতো গ্রামেগ্রামে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি মাকে দেওয়া হবে একটি পরিবারভিত্তিক স্বাস্থ্যকার্ড, যার মাধ্যমে পরিবারের সবাই চিকিৎসাসেবা পাবে।”

 

শনিবার বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহসভাপতি ও তারেক রহমানের স্ত্রী, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, “স্বল্প সামর্থ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের জীবনে পরিবর্তন এনেছে। এটি মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

 

বগুড়ায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ঢাকা ও বগুড়া থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা সাত-আট হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

 

এই বিভাগের আরো খবর