রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৩

বরিশালে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর

তরুণ কণ্ঠ ডেস্ক,

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

 

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডসংলগ্ন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক হাফিজুর রহমান রুমি ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ফার্স্ট ইউজিভি আইসিটি কার্নিভাল ২০১৯-এর প্রস্তুতি চলছিল। একপর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ছাত্র ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের কয়েকজন ছাত্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাশেই চায়ের দোকানে বসে থাকা বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী সহসম্পাদক হাফিজুর রহমান রুমির চোখে পড়লে তিনি গিয়ে তাঁদের থামিয়ে দেন। একপর্যায়ে জোবায়ের নিজেকে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী দাবি করে রুমিকে মারধর করেন। পরে রুমির সহযোগীরা বিষয়টি টের পেয়ে জোবায়ের ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালালে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রুমির লোকজন বিশ্ববিদ্যালয়টিতে ঢুকে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত এলে আরো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে এলেও উত্তেজনা না থামলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া বিদেশি ও ছাত্রীদের নিরাপদে তাঁর গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এদিকে মেয়র সাদিক আবদুল্লাহকে কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না জানান, এই ছেলে তাঁর লোক নয়। নির্বাচনের সময় কাজ করলেও পরে এলাকায় তাঁকে আর দেখা যায়নি।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, বাইরে ঝামেলার পর হঠাৎ করেই কিছু লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ছাত্রলীগ নেতা রুমিকে ব‌হিষ্কারের সুপা‌রিশ

সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বরিশাল জেলা ছাত্রলীগের সহসম্পাদকের পদ থেকে হা‌ফিজুর রহমান রুমিকে বহিষ্কারের সুপা‌রিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপ‌তি হেমায়েত উ‌দ্দিন সেরনিয়াবাত সুমন কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর এক চি‌ঠিতে তাঁকে ব‌হিষ্কারের সুপা‌রিশ করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক।

এই বিভাগের আরো খবর