বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২১

ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

বিবিসি বাংলাকে এ খবর জানিয়েছেন ফেসবুকের পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। একই সাথে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়। ট্রেডমার্ক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আজ সোমবার। শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেয়া হয়েছে।

এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে। তবে আজ প্রথম শুনানির দিন বিরোধী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

এই বিভাগের আরো খবর