রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৮

গ্রেফতার-৫

প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের নামে ফেসবুক খুলে প্রতারণা

এম.মেহেদী হাসান

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক একাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভূয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বুধবার রাতে রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক (৩০), সাব্বির হোসেন (২৪), আল আমিন (২৭), আমিনুল ইসলাম আমিন (২৫) ও মনির হোসেন (২৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। এছাড়া তারা ফেসবুকে গুজব ছড়ানোর পাশাপাশি ভুয়া, উস্কাকিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।

এই বিভাগের আরো খবর