সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬

পবিপ্রবির তাপসী রাবেয়া হলে নবীনবরণ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী তাপসী রাবেয়া হলে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. ইকতিয়ার উদ্দন এবং ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. হাবিবুর রহমান, কেরামত আলী হলের প্রভোস্ট শেখ আব্দুল্লাহ আল মামুন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তা। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই বিভাগের আরো খবর