বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

নয়াদিল্লির পরেই খুলনা, বিশ্বে শীর্ষ দূষিত শহরের তালিকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫  

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে খুলনার বায়ুমানের সূচক (AQI) দাঁড়ায় ২৭৭—যা ভারতের রাজধানী নয়াদিল্লির ২৮৪ AQI-এর কাছাকাছি। এই মাত্রা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

আজ ঢাকার AQI ছিল ২৩১, অর্থাৎ আজ দূষণে রাজধানীকেও ছাড়িয়ে গেছে খুলনা।

 

কেন খুলনায় হঠাৎ দূষণ বেড়েছে?

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ বিশেষজ্ঞ আবদুস সালাম বলেন, স্থানীয়ভাবে জৈব জ্বালানি পোড়ানো, খড়কুটো দাহ, ধুলাবালুর উড়োড়ানি এবং অনুকূলহীন আবহাওয়া মিলেই খুলনার বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।

 

ঢাকার যেসব স্থানে দূষণ সবচেয়ে বেশি

 

আজ ঢাকার সাতটি এলাকায় বায়ুর মান অত্যন্ত খারাপ:

 

  • ইস্টার্ন হাউজিং — ২৫৬

  • দক্ষিণ পল্লবী — ২৫৪

  • বে’জ এজ ওয়াটার — ২৩৪

  • কল্যাণপুর — ২২৯

  • বেচারাম দেউড়ী — ২২৬

  • গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল — ২১৩

  • গোড়ান — ২০২

 

স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা

 

বাতাসে ভাসমান অতিক্ষুদ্র ক্ষতিকর কণা পিএম ২.৫ শ্বাসতন্ত্রে ঢুকে অ্যাজমা, শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এমনকি দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

 

আইকিউএয়ার নাগরিকদের সতর্ক করে বলেছে:

 

  • বাইরে বেরোলে অবশ্যই N95 বা সমমানের মাস্ক পরুন

  • খোলা জায়গায় ব্যায়াম বন্ধ করুন

  • বাড়ির জানালা-দরজা বন্ধ রাখুন

এই বিভাগের আরো খবর