বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

নরসিংদীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

নরসিংদীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে গুলিতে নিহত ১

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ, যাদের মধ্যে তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে ছিল। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে তারা গ্রামে ফেরার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা

সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইদন মিয়া নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে ও বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

নরসিংদী মডেল থানার পরিদর্শক এসআই নাসিম মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

এই বিভাগের আরো খবর