শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৪

নদীতে ভাসছে টাকা, কুড়াতে ঝাঁপিয়ে পড়ছে জনতা

রুহুল আমিন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

করতোয়া নদীতে টাকা ভেসে যাওয়ার খবরে রীতিমতো বগুড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। টাকা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় নদীর চেলোপাড়া ব্রিজ এলাকায়। সোমবার আনুমানিক রাত ১০টায় বগুড়া সদর উপজেলার চেলোপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি কিছুদিন আগে বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের পার্চিং করা টাকা জনসম্মুক্ষে ফেলায় হুলুস্থুল কাণ্ড বাধে। ঠিক তেমনি করতোয়া নদীতে টাকা ভেসে যাচ্ছে এমন ঘটনায় সেখানে গিয়ে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

এ ব্যাপারে চেলোপাড়ার বাসিন্দা কাইলা নামে এক যুবকের হাতে কিছু টাকা দেখা গেছে। তার সঙ্গে কথা বললে তিনি বলেন, ব্রিজের নীচ দিয়ে টাকা ভেসে যেতে দেখে পানিতে নেমে কিছু টাকা উদ্ধার করেছি। যার পরিমাণ প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। কাইলার হাতে ১০ টাকা ও ১০০ টাকার কিছু নোটও দেখা গেছে।

স্থানীয়রা জানান, আরেক যুবক ২৩০০ টাকার মতো পেয়েছে। অজ্ঞাত এক যুবক প্রথমে ১৫-২০ হাজার টাকার একটি বান্ডিল নদী থেকে নিয়ে চলে যায়। পরে তার দেখাদেখি নদীতে টাকা কুড়ানোর হিড়িক পড়ে এবং অনেক টাকা নদীর স্রোতে ভেসে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, চেলোপাড়া এলাকায় প্রায় ২০০ ব্যক্তি পকেটমারের সঙ্গে জড়িত। রাতে নদীর ধারে জুয়া খেলা নিয়ে নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকতে পারে। সেই ঘটনাকে কেন্দ্র করে টাকাগুলো কেউ পানিতে ফেলে দিতে পারে। আর এ ঘটনায় টাকা ভেসে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে।

নদীতে টাকা কোথা থেকে এলো সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর কারও কাছ থেকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কারণে হয়তোবা কেউ টাকা নদীতে ফেলে দিতে পারে।

এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, সন্ধ্যার পর ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় রেল সেতুর ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় বা কোনো পথচারীর কাছ থেকে অসাবধানতাবশত টাকা নদীতে পড়তে পারে। নদীতে ৩০০ টাকার মতো পাওয়া গেছে। টাকা ভাসার খবরটি গুজব ছাড়া আর কিছুই নয়।

এই বিভাগের আরো খবর