রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০০

নড়াইল লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

আমিনুল ইসলাম শান্ত (স্টাফ রিপোর্টার)

প্রকাশিত: ৪ জুন ২০২১  

আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করায় ২৪ ঘন্টার মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ২ নং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিল ঘোষণা করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক। নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক যুগ্ম আহবায়ক এর অবগতির জন্য ২ নং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্তি প্রসঙ্গে একটি চিঠি প্রদান করা হয। চিঠিতে বলা হয়েছে যে, “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভাবমূর্তি ঐতিহ্য অক্ষুন্ন রাখার লক্ষ্যে জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী ও বেগবান করতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আপনারা সংগঠনের নিয়ম নীতি উপেক্ষা করে বিভিন্ন সময় অসৎ উপায় অবলম্বন করে কমিটি গঠন এবং বিলুপ্ত করেছেন। আপনাদের এহেন কর্মকাণ্ডের কারণে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের অনুমতি ব্যতীত লোহাগড়া উপজেলাধীন কোন ইউনিয়নের কমিটি গঠন করা বা বিলুপ্ত করা যাবে না। ইতিমধ্যে জেলার অনুমতি ছাড়া এবং অসৎ উপায় অবলম্বন করে ২ নং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়ায় উক্ত কমিটি বাতিল ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ইউনিয়ন কমিটি অনুমোদন বিলুপ্ত করা যাবে না এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে। ”

এই বিভাগের আরো খবর