রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬১

ধামরাইয়ে মসজিদের সামনে মিলল জীবিত নবজাতক

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

ধামরাইয়ে একটি মসজিদের সামনে থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কালামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়।

রবিউল করিম জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি এগিয়ে যান। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


 
হাসপাতালে শিশুটির চিকিৎসা এবং পরিচর্যা চলছে। এখন পর্যন্ত পুলিশ শিশুটির প্রকৃত অভিভাবকের সন্ধান পায়নি বলেও জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

এই বিভাগের আরো খবর