রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪১

তাবিথ-ইশরাকের সঙ্গে ফরম নিলেন রিপন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

মেয়র পদে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুলেছেন তিনজন।


দক্ষিণ সিটির জন্য ফরম নিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। তিনি বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য।
অন্যদিকে উত্তর সিটির মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম তুলতে হচ্ছে ১০ হাজার টাকার বিনিময়ে। জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে এক লাখ টাকা করে দলীয় ফান্ডে জমা দিতে হবে।


আগামীকাল ২৭ ডিসেম্বর শুক্রবার ঢাকার দুই সিটিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে লড়তে চান এসব মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা দিতে হবে। এরপর শনিবার দলের পার্লামেন্টারি বোর্ড বসে প্রার্থী চূড়ান্ত করবে।

সিটি ভোটের তফসিল

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর ও যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটির সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক এবং ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। উভয়েই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান আনিসুল হক। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জয়ী হন। ওই নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ প্রথম সভা থেকে পরের পাঁচ বছর পর্যন্ত। ওই অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। এদিকে সিটি করপোরেশনের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে ভোটের আয়োজন সম্পন্ন করতে হবে।

এই বিভাগের আরো খবর