রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৬

ঢাকা সিটি ভোটের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯  

 

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করছে বিএনপির স্থায়ী কমিটি। আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠকের আয়োজন করা হয়। বিকেল ৪টার পর ওই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে চান তাবিথ আউয়াল ও ড. আসাদুজ্জামান রিপন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি হয়ে লড়তে চান ইশরাক হোসেন।

তাবিথ আউয়াল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ছিলেন বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কাছে পরাজিত হন।

এদিকে সুযোগ পেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবারই প্রথমবারের মতো নির্বাচনে লড়বেন। তিনি অবিভক্ত ঢাকা সিটির সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও দলের সমর্থন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর এবং যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটির সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

এই বিভাগের আরো খবর