রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২১ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

ঢাকা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতির ওপর ছুরি নিয়ে হামলা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

আহতের ভাই মাজহারুল হাসান (রাজু) তিনি বলেন, হানিফ মোটরসাইকেল নিয়ে বিকেলে বাসার সামনে এসে দাঁড়ায়। এ সময় সাখাওয়াত হোসেন (জনি) নামের এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় হানিফের চিৎকারে আমরা বাইরে বের হয়ে আসি। এসে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ধানমন্ডি সিটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দিয়ে আবারও তাকে ধানমন্ডি সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর