বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

টিএসসিতে ককটেল বিস্ফোরণে আহত মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তা

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫  

রাজধানীর শাহবাগ থানার টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) আহত হয়েছেন।

 

বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণে জাহাঙ্গীর আলমের পিঠে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

 

আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করছেন।

 

ঢামেকে চিকিৎসা শেষে সাংবাদিকদের তিনি জানান, টিএসসি দিয়ে আজিমপুরে ফেরার পথে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে এবং স্প্লিন্টার তার পিঠে লাগে।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, “টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি চলে গেছেন।”

 

এই বিভাগের আরো খবর