রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৮

জামায়াত থেকে সাবেক সচিব সোলায়মান চৌধুরীর পদত্যাগ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

 

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন এ.এফ.এম সোলায়মান চৌধুরী। সাবেক এই জনপ্রশাসন সচিব দলটির মজলিশে শূরার সদস্য ছিলেন।

সংস্কারের দাবি তুলে জামায়াত থেকে বহিষ্কার হওয়া মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে নতুন দল গঠনের উদ্যোগে যুক্ত হচ্ছেন সোলায়মান।

মঙ্গলবার জামায়াতের নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমানের কাছে পদত্যাগের চিঠি পাঠিয়ে তিনি লিখেছেন, 'জামায়াতে ইসলামীর সদস্য পদে ইস্তফা প্রদান করলাম এবং সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম।'

পদত্যাগের কারণ সম্পর্কে সোলায়মান চৌধুরী বলেছেন, নিজের মনের সঙ্গে বেশ কিছু দিন ধরে মেলাতে পারছিলাম না।

২০০১ সালে ফেনীর জেলা প্রশাসক ছিলেন সোলায়মান চৌধুরী। সে সময় জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযান পরিচলনা করে দেশজুড়ে আলোচিত হন তিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি জনপ্রশাসন সচিব ছিলেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ছিলেন সোলায়মান। এই পদ থেকে অবসরের পর জামায়াতে যোগ দেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হতে চেয়েছিলেন এই জামায়াত নেতা। গত মাসে তিনি জামায়াতে মজলিশে শূরার সদস্য নির্বাচিত হন। গত ৫ ডিসেম্বর সদস্য হিসেবে শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় পদত্যাগ করলেন সাবেক এই আমলা।

সোলায়মান চৌধুরী বলেন, জামায়াতের সঙ্গে বা জামায়াতের কোনো নেতার সঙ্গে তার বিরোধ নেই। সাধারণ মানুষের কল্যাণে রাজনৈতিক দলের কী ভূমিকা হওয়া উচিত; এ প্রশ্নেই তিনি দল ছেড়েছেন।

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া, উদারনীতি গ্রহণের দাবি পূরণ না হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারিতে জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। একই দাবি জানানোর কারণে এর আগে জামায়াত থেকে বহিষ্কার হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু।

নতুন রাজনৈতিক দল গঠনের প্রাক প্রস্তুতি হিসেবে মঞ্জুর নেতৃত্বে জামায়াত ছেড়ে আসা নেতাকর্মীরা 'জনআকাক্ষার বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছেন। তারা জেলায় জেলায় কর্মশালা, সভা, মতবিনিয়ম করছেন। গত ৭ ডিসেম্বর চট্টগ্রামের তাদের সভায় যোগ দিয়েছিলেন সোলায়মান চৌধুরী। তখনই স্পষ্ট হয়ে যায়, জামায়াত ছাড়তে যাচ্ছেন তিনি।

জামায়াতের 'সংস্কারপন্থিদের' দলে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে সোলায়মান চৌধুরী বলেছেন, জনগণের একজন হিসেবে তিনিও 'জনআকাক্ষার বাংলাদেশ'র সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। কিন্তু রাজনৈতিক দলে যোগ দেবেন কী না তা সময় বলে দেবে।

সোলায়মান চৌধুরীর পদত্যাগ সম্পর্কে জামায়াতের প্রতিক্রিয়া জানা যায়নি। মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সোলায়মান চৌধুরী 'জনআকাক্ষার বাংলাদেশ'র সঙ্গে আছেন। কিন্তু রাজনৈতিক দল গঠন করলে, তাতে সাবেক এই আমলার কী ভূমিকা হবে, তা এখনই বলা সম্ভব নয়।

এই বিভাগের আরো খবর