শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

কী-বোর্ডে F এবং J বাটনের নিচে দাগ থাকে কেন?

প্রকাশিত: ৬ মে ২০১৯  

আজকের দিনের নিত্যসঙ্গী কম্পিউটারকে কতটা চেনেন? একবার ভালো করে দেখেছেন যন্ত্রটাকে? যদি দেখে থাকেন তবে অবশ্যই চোখে পড়ার কথা এর কী-বোর্ডে F আর J বাটনের নিচে থাকা দাগ। তবে এর অর্থ জানেন কী? বা কেন এই দাগ দু'টি ওখানে থাকে?


 আর দাগ দু'টি চোখে না পড়লে দেখে নিন কী-বোর্ডে অক্ষরের দ্বিতীয় সারিতে F আর J বাটনের নিচে ছোট্ট দুটি দাগ উঠে রয়েছে। শুধুমাত্র এই দুটি লেটারের নিচেই তা রয়েছে, অন্য কোথাও আর তার দেখা পাবেন না। বলা হয়, কী-বোর্ডে যাতে আঙুলগুলিকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি সেজন্যই এই দাগ রাখা হয়েছে। টাইপের স্পিড থেকে নির্ভুলভাবে একনাগাড়ে টাইপ করার জন্যই এমন একটি ব্যবস্থা করা হয়েছে। যাতে বুঝতে অসুবিধা না হয় যে, কোন সারিতে বা কোন অক্ষরে আপনি রয়েছেন।

এই দুটি ছোট্ট দাগই অনুভবের মাধ্যমে বুঝিয়ে দেয় যে আপনি কোন লাইনে রয়েছেন। এতে স্ক্রিনের দিকে তাকিয়ে কী-বোর্ডে আঙুল চালিয়েই আপনি টাইপ করে যেতে পারেন।

আবার অনেকের মতে, যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ বা সমস্যা রয়েছে তারা অনুভবের মাধ্যমে বুঝতে পারেন তাদের আঙুল কী-বোর্ডের ঠিক কোন জায়গায় রয়েছে, ফলে নির্ভুল টাইপ করা সম্ভবপর হয় তাদের পক্ষে।

এই বিভাগের আরো খবর