বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ঐকমত্য কমিশনের প্রস্তাব আইয়ুব–ইয়াহিয়ার আদেশের মতো: বিএনপি

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫  

গণভোটে পাস হওয়া সংবিধান সংস্কার প্রস্তাবগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে সুপারিশ ঐকমত্য কমিশন করেছে, তাকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আইয়ুব খান ও ইয়াহিয়া খানের আদেশের সঙ্গে তুলনা করেছে বিএনপি। দলটির অভিযোগ, কমিশনের এই প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা।

 

মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলেন, গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত করার ধারণা ইয়াহিয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) এবং আইয়ুবের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অনুরূপ, যা জনগণের মতামতকে অগ্রাহ্য করে চাপিয়ে দেওয়া হয়েছিল।

 

বিএনপির মতে, ঐকমত্য কমিশনের দেওয়া প্রতিশ্রুত ভিন্নমত (নোট অব ডিসেন্ট) অন্তর্ভুক্ত না করায় এই প্রক্রিয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। দলটির নেতারা বলেন, এই পদ্ধতি দেশে ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করবে এবং জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঐকমত্য কমিশন যদি সত্যিই ঐক্য চায়, তবে এভাবে কাজ করা উচিত নয়।” তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের সংকটের সমাধান সম্ভব নয়।

 

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “মনে হচ্ছে, ঐকমত্য কমিশন, সরকার এবং দু–তিনটি রাজনৈতিক দল একই পক্ষ। কমিশনের প্রস্তাব জাতিকে ঐক্যের বদলে বিভক্ত করবে।”

 

বিএনপি জানিয়েছে, ঐকমত্য কমিশনের খসড়া আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলটি আজ দুপুরে সংবাদ সম্মেলন করবে।
 

এই বিভাগের আরো খবর