শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

ইয়ামাহার নতুন দুই মডেলের মোটরসাইকেল বাজারে

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯  

ইয়ামাহার নতুন দুইটি মডেলের অত্যাধুনিক ও স্টাইলিশ মোটরসাইকেল বাজারে এনেছে এসিআই মটরস। রোববার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে এই দুই নতুন মডেলের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়।

লঞ্চিং অনুষ্ঠানে জানানো হয়, নতুন দুইটি মডেল হচ্ছে FZS FI -V3 এবং FZ- V3| ১৫০ সিসি ইঞ্জিন পাওয়ারের দুটি মডেলেই আছে অত্যাধুনিক এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। যা বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়।


এন্টি লক ব্রেকিং সিস্টেম হচ্ছে একটি সেন্সর বেইস্ড ব্রেকিং সিস্টেম, যা বাইকের গতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করে এবং চাকা লক হয়ে যাওয়া, স্কিড করা নিয়ন্ত্রণ করে, যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

এছাড়াও এর এল.ই.ডি হেডলাইট এবং মাস্ক্যুলার বডি দুটি মডেলকেই এনে দিয়েছে আকর্ষণীয় লুক। ১৫০ সিসি সেগমেন্টে ‘লর্ড অব দ্যা স্ট্রিট খ্যাত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় FZS সিরিজের থার্ড ভার্শন এই মডেল দুটি।

FZS FI- V3 এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৯৫,০০০ (দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা এবং FZ- V3 এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) টাকা।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো সকলের সামনে নিয়ে আসা হয় এই বাইক দুটি। উদ্বোধনের আগেই বিপুল জনপ্রিয়তা পাওয়া FZS FI- V3 ও FZ- V3 বাইক দুটির যথাক্রমে ৩টি ও ২টি কালার বাজারে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর গ্রুপ, ইন্ডিয়া’র চেয়ারম্যান মোতোফুমি সিতারা। বিশেষ অতিথি ছিলেন এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী।

অনুষ্ঠানে এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মটরস ও ইয়ামাহা মোটর জাপান এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এই সন্ধ্যায় দর্শকদের জন্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর