রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

ইউসিসিএ’র কর্মচারীদের রাজস্ব বাজেটভূক্ত করণের দাবীতে মন্ত্রী বরাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন ইউসিসিএ’র কর্মচারীদের রাজস্ব বাজেটভূক্ত করণের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে ইউসিসিএ কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তর, জাতীয় বেতন স্কেল/২০১৫ বাস্তবায়ন ও অবিলম্বে সকল বকেয়া বেতন ভাতা প্রদান এবং অবসরকালীন সকল সুযোগ সুবিধা পূর্ণ নিশ্চিত করণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন  নেত্রকোনা জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোছাঃ নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য রাখী খানম প্রমুখ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

 

এই বিভাগের আরো খবর