রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিল্লুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো বা গ্রহণযোগ্য নির্বাচন তিনি দেখছেন না। তার মতে, বর্তমান সরকার নিরপেক্ষ নয় এবং একটি সুষ্ঠু নির্বাচনের সক্ষমতাও তাদের নেই।

 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় নয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন রয়েছে। মুখে যাই বলা হোক, বাস্তবে দেখা যায় সরকার পুলিশের ওপর তেমন গুরুত্ব দেয় না।”

 

তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন যদি হয়, সেটা আদৌ কোনো নির্বাচন হবে? নির্বাচন বলতে যা বোঝায়—প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন—তা কি সম্ভব?”

 

জিল্লুর রহমান বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক অগ্রগতির জন্য দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমি যখন বলি যে ভালো নির্বাচন দেখি না, তার মানে এই নয় যে আমি নির্বাচন চাই না। বরং আমি দীর্ঘদিন ধরে বলছি—যত দ্রুত নির্বাচন হয়, দেশের তত মঙ্গল।”

 

তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূস নিজেই বলছেন, নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ এবং যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। কয়েক দিন আগেও সরকারের লোকজন বলেছিলেন, এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না। এখন যদি সরকারপ্রধানই এমন আশঙ্কা প্রকাশ করেন, তাহলে বোঝা যায়—তারা নিজেরাও নিশ্চিত নন, সুষ্ঠুভাবে নির্বাচন

আয়োজন করতে পারবেন কি না।”

 

জিল্লুর রহমান প্রশ্ন রাখেন, “ইউনূস কয়েক দিন আগেই বলেছিলেন, এখন নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে, পুলিশ প্রস্তুত নয়। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই আলোচনায় বসুক, আমি কোনো দৃশ্যমান অগ্রগতি দেখি না।”
 

 

এই বিভাগের আরো খবর