রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

আমাদের কাজ শেষ হয়নি’—দেশে ফিরে বললেন আলোকচিত্রী শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫  

গাজার মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আটক হওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী মুনেম ওয়াসিফসহ সহকর্মীরা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহিদুল আলম বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে, গাজার মানুষ এখনও মুক্ত নয়—তাদের ওপর নির্যাতন চলছে। যতদিন তা না থামে, আমাদের কাজ শেষ হয়নি।”

এর আগে ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর শুক্রবার দুপুরে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখান থেকে রাতে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন।

দৃকের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম আরও বলেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা যেভাবে দোয়া ও সমর্থন জানিয়েছেন, বাংলাদেশ ও তুরস্ক সরকার যেভাবে সাহায্য করেছে—তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়।”

উল্লেখ্য, শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় নৌযান দ্য কনশায়েন্স-এ ছিলেন। ওই বহরে থাকা ১৪০ জনেরও বেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমাজকর্মীকে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। বর্তমানে অনেককে মুক্তি দেওয়া হলেও জাহাজের ক্যাপ্টেন অস্ট্রেলীয় নাগরিক মেডেলেইন হাবিব এখনও ইসরায়েলের মরুভূমির কারাগারে বন্দী আছেন।

শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার তুরস্ক, জর্ডান ও মিসরের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালায়। তাঁর মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই বিভাগের আরো খবর