রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৯

আনুশকাকে ‘রশিদ খানের স্ত্রী’ বলছে গুগল, কেন?

অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

গুগলে রশিদ খানের স্ত্রীর নাম খুঁজলে যে কারও চোখ ছানাবড়া হবে। কারণ সেখানে দেখানো হচ্ছে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার নাম।

গুগলে ইংরেজিতে ‘Rashid Khan wife’ লিখলে ‘Anushka Sharma’-কে দেখা যায়। আবার একটি ‘এস’জুড়ে দিলে অর্থাৎ ‘Rashid Khan’s wife’ লিখলে ‘Soma Khan’ দেখানো হচ্ছে।

মজার ব্যাপার হলো– রশিদ খান তো এখনও বিয়েই করেননি। কারও নামই দেখানোর কথা নয়। অথচ নাম তো দেখাচ্ছেই, তাও আবার ভারত দলের অধিনায়কের স্ত্রীর নাম! যিনি একজন বলিউড সেলিব্রেটি।

গত জুলাইয়ে রশিদ খান নিজেই জানিয়েছিলেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করবেন।

তা হলে এত বড় ভুল কেন হচ্ছে? এর ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ইনস্টাগ্রামের একটি চ্যাট সেশনে রশিদ খানকে সঞ্চালক জিজ্ঞেস করেন- তার প্রিয় বলিউড অভিনেত্রী কে?

জবাবে রশিদ খান বলেন, আনুশকা শর্মা ও প্রীতি জিনতা।

এই বিভাগের আরো খবর